সম্মানিত গাজীপুরবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের অনুরোধ
সম্মানিত গাজীপুরবাসী উদ্দেশ্যে জেলা প্রশাসকের অনুরোধ!
১লা ফেব্রুয়ারি, ২০১৮ইং হতে শুরু হতে যাচ্ছে এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা চলাকালে সকলকে আনুরোধ করা যাচ্ছে উচ্চস্বরে মাইক বা কোন ধরনের শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য। এই পরীক্ষা চলাকালীন সময় উচ্চস্বরযুক্ত মাইক ব্যবহার করে যেকোন ধরনের অনুষ্ঠান করতে হলে জেলা প্রশাসনের পূর্বানুমতির প্রয়োজন হবে।
[caption id="attachment_5472" align="aligncenter" width="768"]
এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য সম্মানিত গাজীপুরবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের অনুরোধ[/caption]কেউ এই নিয়মপরিপন্থী কিছু করলে সাথে সাথে স্টাফ অফিসার টু ডিসি, গাজীপুরের মোবাইল নম্বর ০১৭১০-০৬৮৬৫১ এ, ফেসবুক ইনবক্স অথবা dcgazipur@gmail.com এ জানানোর জন্য অনুরোধ করা হল।
প্রিয় গাজীপুরবাসী আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সচেতনতাই পারে আপনাদের সন্তান্দের নির্বিঘ্ন পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে।
সকলকে ধন্যবাদ।
-জেলা প্রশাসক, গাজীপুর
No comments