ঢাকাস্থ ঘাগটিয়ার পক্ষ থেকে সমাজসেবা সম্মাননা ২০১৮ পাচ্ছেন ৪ জন

ঢাকাস্থ ঘাগটিয়া ইউনিয়ন কল্যাণ সংঘ এর সদস্যদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা যারা নিয়মিত করে যাচ্ছেন উনাদের মধ্য থেকে এই বছর চারজন বিশিষ্ট গুনীব্যক্তিকে নির্বাচন করা হয়েছে। আলী আকবর বিএসসি যিনি একজন ব্যাংকার ও আদর্শ সমাজসেবক, আনারুজ্জামান স্যার আমাদের প্রধান শিক্ষক, যিনি আমাদের সর্বদা সহায়তা করেন বিভিন্ন কার্যক্রমে।
শাহেদ আলম এবং সাইফুল ইসলাম বাবুল, উনারা শামীমের চিকিতসার জন্য অফুরন্ত সহায়তা করেছেন। সবার নিকট আমরা কৃতজ্ঞ।
উনাদের নিকট সংগঠনের পক্ষ থেকে পৌছে দেওয়া হবে আমাদের সামান্য উপহার। সমাজসেবা সম্মাননা-২০১৮ যারা পাচ্ছেন তারা হলেন
১) জনাব মোঃ আলী আকবর বিএসসি
২) জনাব মোঃআনারুজ্জামান
৩) জনাব মোঃ শাহেদ আলম
৪) জনাব মোঃসাইফুল ইসলাম বাবুল

সংগঠন নিয়ে কিছু কথা-
ঢাকাস্থ ঘাগটিয়া ইউনিয়ন কল্যাণ সংঘের ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরুতে অনেকেরই কথা ছিল এই সংগঠন কয়দিন টিকবে?? । আসলে নিয়্যতের উপর কাজের ফলাফল নির্ভর করে। আমাদের উদ্দেশ্য ছিল মানুষের জন্য কিছু করা ।আল্লাহ আমাদেরকে দিয়ে ছোট ছোট কাজ করাচ্ছেন সেজন্য শুকরিয়া । আমরা অসহায়দের পাশে দাঁড়ানো , রক্তদান কর্মসূচি, মাসিক শিক্ষাবৃত্তি(২০০০) , ৩ জন এতিমের মাসিক বেতন প্রদান(১৫০০), চিকিৎসা বাবদ আমরা প্রায় ৮০০০০/- টাকা সহ ছোট-বড় মিলিয়ে চার বছরে ২০ টির অধিক কাজে ২,০৬,০০০/- টাকার কাজ করেছি।আমরা ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ে ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প ও সেমিনারের মাধ্যমে ভিশন ফিজিওথেরাপি সেন্টার কর্তৃক ৫২০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে হয় সংগঠনের সহ-সভাপতি আক্তার ভাই,রাহাত ভাই, সেক্রেটারি জাহাঙ্গীর ভাই, সাংগঠনিক সম্পাদক মিল্টন ভাই, যুগ্ম-সম্পাদক সোহাগ শেখ ও সভাপতি শরীফ ভাই ও সদস্যদের প্রতি। আমাদের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা এই বছর ৪ জনকে সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা প্রদান করা হবে এবং ৪জন এতিম ছাত্রকে মাসিক বৃত্তি প্রদান করে হবে ঈনশাল্লাহ।
১) আলী আকবর বিএসসি-
২) আনারুজ্জামান-
৩) শাহেদ আলম
৪) সাইফুল ইসলাম বাবুল

সবাই আমাদের জন্য দোয়া করবেন ,এইভাবেই পাশে থাকবেন সহযোগিতা করে যাবেন এই কামনা।আমাদের সাথে আপনিও অংশগ্রহন করতে পারেন একজন গর্বিত সদস্য হিসেবে।
আমাদের কার্যক্রম গুলো নিম্নরূপ
১) আরফুদ্দীনের মিলাদ ও দোয়া মাহফিল -
২) আরফুদ্দিনের বোনকে ফরম ফিলাপ বাবদ-
৩) ডাঃ মামুন স্মরনে মিলাদ ও দোয়া –
৪) বাদল স্যার স্মরনে মিলাদ ও দোয়া -
৫) ২০১৪ সালের ফরম ফিলাপ বাবদ(২ জন)-
৬) মৃদুল রেটিনা ভর্তি কোচিং এর জন্য-
৭) ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর জন্য-
৮) হনুফার মা কে ঢামেকে সহায়তা বাবদ-
৯) এতিমখানায় কোরআন শরীফ বিতরন-
১০) গরীব মেধাবীদের বই বিতরণ বাবদ-
১১) ২০১৫ সালের ফরম ফিলাপ-২জন
১২) ২০১৬ সালের ফরম ফিলাপ বাবদ- ২ জন
১৩) ঈদ-পুনর্মিলনী- -
১৪) ব্লাড ক্যান্সার আক্রান্ত শিমুকেআর্থিক সহায়তা প্রদান-
১৫) মাসিক শিক্ষাবৃত্তি (২০০০) -
১৬) ৩ জন এতিম ছাত্রের শিক্ষাবৃত্তি বাবদ-
১৭) শামীমের চিকিৎসার জন্য –
১৮) মানসুরার চিকিৎসার জন্য-
১৯) ফরম ফিলাপ ২০১৮-
ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় -১ জন-
শাহিনা রেজা উচ্চ বিদ্যালয়-১জন-
খিরাটি ফাজিল মাদ্রাসা- ১জন –
কামারগাও উচ্চ বিদ্যালয় ১জন-
গাজীপুরের অধ্যয়ন রত ১ জন -
খিরাটি বঙ্গতাজ কলেজে ১ জন-
২০) ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প ও সেমিনার-
২১) নওগা তে বন্যা দুর্গত দের জন্য যৌথ সহায়তা প্রদান প্রচেষ্টা সংগঠনের সাথে।
২২) রোহিঙ্গা দের জন্য আর্থিক সহায়তা যৌথ ভাবে হাফেজ্জী হুজুর (রহঃ)সংস্থার মারফত।

No comments

Theme images by Storman. Powered by Blogger.