বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ উৎক্ষেপণ সম্পূর্ণ!
অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে স্পেসএক্সের ফ্যালকন নাইন ব্লক ফাইভ রকেট। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।
কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ প্যাড ৩৯-এ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের মহাকাশ জয়যাত্রা শুরু হয়। যে লঞ্চ প্যাড থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১ সেই একই জায়গা থেকে তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুরু করলো মহাকাশে পৌঁছানোর মহাযাত্রা।
https://www.facebook.com/masummkazi/videos/vb.100004151131489/1054838901331138/?type=2&video_source=user_video_tab
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। রয়েছে বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
সংগ্রহ- চ্যানেল আই।
কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ প্যাড ৩৯-এ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের মহাকাশ জয়যাত্রা শুরু হয়। যে লঞ্চ প্যাড থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১ সেই একই জায়গা থেকে তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুরু করলো মহাকাশে পৌঁছানোর মহাযাত্রা।
https://www.facebook.com/masummkazi/videos/vb.100004151131489/1054838901331138/?type=2&video_source=user_video_tab
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। রয়েছে বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
সংগ্রহ- চ্যানেল আই।
No comments