নেশার ঘোরে বিবেক নাচে- বিথী হাওলাদার
"নেশার ঘোরে বিবেক নাচে"
বিথী হাওলাদার
নাম না জানা অচেনা শহরে পথিক হয়ে ঘুরে ফিরে স্বপ্ন চোখে নিয়ে,
যে চোখ কালি পরে গেছে হাজারো ব্যর্থ স্বপ্নগুলো মিলে।
কি দোষ ছিল জন্ম নিয়ে? যেখানে মানবতা গেছে আাঁধারে,
অর্থের কাছে বিবেক, বুদ্ধি অকালে যাচ্ছে হারায়ে।
বিবেকেরা মাথা ঝাড়া দিলেই বেকুব হয়ে যায় পথিক,
কারও কাছে উত্তর নেই, প্রশ্নেরা বাসা বেঁধে যায় দৈনিক।
একমুঠো স্বপ্ন বুনন হাজারো রাতের সমাপ্তি,
সেইদিন আসবে ফিরে কবে থাকবে শুধু প্রাপ্তি।
নেশার ঘোরে সবকিছু এলোমেলো হিসাব মিলানো দায়,
যার আছে যত বেশি সে শুধু চায় আর চায়।
কেউ কারও নয় এটাই সত্য বাকি সব মিথ্যা,
তোমার পথ তুমি খুঁজে নাও পাবে সফলতার দেখা।
০৫/০৫/১৮
রাত: ১১:৩০
No comments