একটি কল্যাণমুখী সুষ্ঠু ও সুন্দর সমাজের প্রত্যয়ে- কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি,সিঙ্গাপুর প্রবাসী

কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি, সিঙ্গাপুর প্রবাসী


একটি কল্যাণমুখী সুষ্ঠু ও সুন্দর সমাজের প্রত্যয়ে কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি, সিঙ্গাপুর প্রবাসীদের সংগঠন গত ২৩শে সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব সিমিন হোসেন রিমি এমপি কে প্রধান উপদেষ্টা, বাবু শেখকে সভাপতি ও রফিকুল সরকারকে সাধারণ সম্পাদক করে ২১জন বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

আগামী ৭ই অক্টোবর রবিবার আনুষ্ঠানিক ভাবে সিঙ্গাপরের ইসকোস পার্কে শুরুহবে প্রথম কার্যক্রম। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য হলো; অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য ও বৃত্তি প্রদান ও তাছাড়া সিঙ্গাপুরে কোনো নতুন লোক আসলে তাকে সিঙ্গাপুরের বেসিক কিছু নিয়ম কানুন শিক্ষা দেওয়া।

কার্যনির্বাহী কমিটি বৃন্দ


পদবিসদস্যের নামইউনিয়নপিতার নাম
১/ সভাপতিঃমোঃ বাবু শেখতরগাঁওবীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন
২/ সিনিয়র সহ-সভাপতিঃগোলজার সরকারকাপাসিয়া সদরআবুল বাসার
৩/ সহ-সভাপতিঃসুরুজ সরকারকাপাসিয়া সদরনুরুল হক
৪/ সহ-সভাপতিঃশফিকুল ইসলামকাপাসিয়া সদরমোতালিব মাস্টার
৫/ সহ-সভাপতিঃমোঃ জুয়েল মিয়াঘাগটিয়ামোঃ হারিছ উদ্দিন
৬/ সাধারন সম্পাদকঃমোঃ রফিকুল সরকারকাপাসিয়া সদরমোহাম্মদ আলি সরকার
৭/ যুগ্ম সম্পাদকঃমোঃ মামুন খানকাপাসিয়া সদরমোঃ ফজলুল হক খান
৮/ যুগ্ম সম্পাদকঃআবুল হোসাইনসনমানিয়াআব্দুছ ছোবহান
৯/ কোষাধ্যক্ষঃখোরশেদ আলম খানরায়েদশেকান্দর আলী খান
১০/ উপ-কোষাধ্যক্ষঃকামরুজ্জামানকড়িহাতাআবদুর রশিদ
১১/ সাংগঠনিক সম্পাদকঃখাইরুল পাশা (আসাদ)সিংহশ্রীআব্দুল কাইয়ুম
১২/ সাংগঠনিক সম্পাদকঃজাহিদ হাসানতরগাঁওছব্দর আলি
১৩/ সাংগঠনিক সম্পাদকঃসোহেল রানাকাপাসিয়া সদরআফছার উদ্দিন
১৪/ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃমোঃ কাজী মাসুমরায়েদআকরাম হোসাঈন কাজী
১৫/ ক্রিড়া বিষয়ক সম্পাদকঃজুয়েল রানাতরগাঁওআব্দুল খালেক
১৬/ কল্যাণ সম্পাদকঃফারুক ভূইয়াতরগাঁওআব্দুল বাতেন ভূইয়া
১৭/ ধর্ম বিষয়ক সম্পাদকঃআইবুর রহমানদুর্গাপুরআব্দুল হাই
১৮/ প্রচার সম্পাদকঃজাহিদ হাসানতরগাঁওআবুল হোসেন
১৯/ উপ-প্রচার সম্পাদকঃমোঃ রুবেল (প্রধান)রায়েদজালাল উদ্দিন (প্রধান)
২০/ শিক্ষা বিষয়ক সম্পাদকঃমোঃ আসাদুল্লাহ খানসিংহশ্রীমোঃ ফাইজুদ্দিন (ফালু মিয়া)
২১/সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃমাছুম মোড়লচাঁদপুরমোস্তফা কামাল



উপদেষ্টা মণ্ডলীর সদস্য


পদবিসদস্যের নামইউনিয়নপিতার নাম
১/ প্রধান উপদেষ্টাসিমিন হোসেন রিমি (এম. পি.)রায়েদবঙ্গতাজ তাজউদ্দীন আহমদ
২/ উপদেষ্টা মন্ডলী সদস্যমোঃ মহসিন মাহমুদ (বেপারী)তরগাঁওমোঃ নাজীম উদ্দিন (বেপারী)
৩/ উপদেষ্টা মন্ডলী সদস্যআবু তাহেরকাপাসিয়া সদরমোতালিব
৪/ উপদেষ্টা মন্ডলী সদস্যআনিছুর রহমানকাপাসিয়া সদরসিরাজুল ইসলাম


সম্মানিত সদস্যের তালিকা


পদবিসদস্যের নামইউনিয়নপিতার নাম
১/ সম্মানিত সদস্যমোঃ নবী উল্লাহদুর্গাপুরমোঃ আছান উল্লাহ
২/ সম্মানিত সদস্যজাহাঙ্গীর আলমকাপাসিয়া সদরকাদির মোল্লা
৩/ সম্মানিত সদস্যসবুজ বেপারীতরগাঁওকাজীমুদ্দিন বেপারী
৪/ সম্মানিত সদস্যরানা আসাদসনমানিয়াআব্দুস সামাদ
৫/ সম্মানিত সদস্যমোঃ রোহেল মোল্লাকড়িহাতামোঃ নুরুল ইসলাম মোল্লা
৬/ সম্মানিত সদস্যমোঃ সুমন শেখতরগাঁওশেখ আবুল হাশেম
৭/ সম্মানিত সদস্যমোঃ মাহমুদুল হাসানসনমানিয়াএম আক্তারুজ্জামান
৮/ সম্মানিত সদস্যরাজিবুল হাসান রুজেনরায়েদএস এম হাবিবুল্লাহ
৯/ সম্মানিত সদস্যমাফুজ কায়সারকাপাসিয়া সদরগোলাম মস্তফা
১০/ সম্মানিত সদস্যসুমন খানকাপাসিয়া সদরহযরত আলী খান
১১/ সম্মানিত সদস্যসোহেল রানাতরগাঁওসিরাজ উদ্দীন
১২/ সম্মানিত সদস্যমোঃ ফারুক হোসেনসনমানিয়াআব্দুল বাতেন
১৩/ সম্মানিত সদস্যআল-আমিনটোকমোঃ জামির হোসেন ভূঞা
১৪/ সম্মানিত সদস্যমহসিন হাসানকাপাসিয়া সদরফজলুল হক
১৫/ সম্মানিত সদস্যদ্বীন ইসলাম বাবুলকড়িহাতাহাজী মোঃ ইদ্রীছ আলী
১৬/ সম্মানিত সদস্যমোঃ কাউছার হোসেনসনমানিয়ামোঃ জসিম উদ্দীন
১৭/ সম্মানিত সদস্যশেখ আমিরঘাগটিয়াকফিল উদ্দিন
১৮/ সম্মানিত সদস্যমাছুম খাঁনকাপাসিয়া সদরসাইফুল ইসলাম খাঁন
১৯/ সম্মানিত সদস্যনাজমুল হককাপাসিয়া সদরমোহাম্মদ আলি শেখ
২০/ সম্মানিত সদস্যমোঃ খোকন শেখতরগাঁওউইনুস আলী
২১/ সম্মানিত সদস্যসাহেদ আহমেদতরগাঁওআঃ মোমেন
২২/ সম্মানিত সদস্যমোঃ সাইফুল ইসলামসনমানিয়াআফাজাউদ্দীন তোতা
২৩/ সম্মানিত সদস্যসোহাগ রানারায়েদআবুল হাসেম
২৪/ সম্মানিত সদস্যরাশেদকাপাসিয়া সদরনাজিম উদ্দিন
২৫/ সম্মানিত সদস্যরাছেল শেখতরগাঁওসিরাজ উদ্দিন
২৬/ সম্মানিত সদস্যমোঃ আলমগীরবারিষাবমোঃ দুলাল মিয়া
২৭/ সম্মানিত সদস্যজুয়েল সরকারকাপাসিয়া সদরমোঃ লোকমান সরকার
২৮/ সম্মানিত সদস্যশরিফুল আলমরায়েদফাইজ উদ্দিন

২০১৮ সালে প্রণিত কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি, সিঙ্গাপুর প্রবাসী-এর সংবিধান।


কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি একটি আর্থসামাজিক সংগঠন।

১। সমিতির নামঃ কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি, সিঙ্গাপুর প্রবাসী।

২। সদস্যসংখ্যা সর্বনিম্ন ৫০ জন।

৩। সদস্য হতে হলে সিঙ্গাপুরে বৈধ্য ভাবে থাকতে হবে।

৪। কাপাসিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫। সদস্য হওয়ার পর ৬ মাসের আগে চলে গেলে কোনো টাকা ফেরৎ দেওয়া হবে না। ৬ মাস পর চলে গেলে আসল টাকা ফেরৎ দেওয়া হবে।

৬। প্রথমত ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি থাকবে পরে কমিটি বাড়ানো হবে।

৭। পরিচালনা কমিটি- এই ডিপার্টমেন্টের কাজ হলো সমিতি সার্বিক পরিচালনার  ভার গ্রহন করা। পরিচালনা কমিটি নির্বাচিত হবে সমিতির সদস্যদের মধ্যে হতে যোগ্য ও অভিজ্ঞ লোকদের মাধ্যমে এবং নির্বাচন করা হবে সকল সদস্যদের সর্ব সিন্ধান্তের ভিত্তিতে।

৮। মাসিক চাদা পরিমান  S$............

৯। ৩ মাস চাদা বকেয়া থাকলে সদস্য পদ বাতিল করা হবে।

১০। সদস্যদের মাসিক চাদা প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের ভিতর ক্যাশিয়ারের নিকট জমা দিতে হবে, এবং নিজ দ্বায়িত্তে স্বাক্ষর ও রিসিট গ্রহণ করিতে ইহবে।

১১। কোনো সদস্য সমিতির কোনো বিষয়ে প্রতারণা করিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। সমিতির ৬ মাস কোনো সদস্যকে বা অন্য কাউকে কোনো ধরণের ঋণ দেওয়া হবে না।

১৩। সমিতির মূল ভিত্তি হলো মুশরাকাহ তথা লাভ-লোকশানের ক্ষেত্রে সকলে সমান।

১৪। সমিতির সদস্য পদ লাভের জন্য সমিতির নিজস্ব ফরমে আবেদন পূর্বক ভর্তি হতে হবে। এবং ফরম বাবদ ৫০ ডলার পরিশোধ করতে হবে।

এই ডলার সমিতি ফান্ডে জমা হবে।

১৫। সিঙ্গাপুরে কোনো নতুন লোক আসলে তাকে সিঙ্গাপুরের নিয়ম কানুন বেসিক নলেজ দেওয়া হবে।

১৬। সমিতির যে কোনো প্রয়োজনে কোনো সদস্যকে আহবান করা হলে বা কোন মিটিং ডাকা হলে প্রত্যেক সদস্যর উপস্থিতি বধ্যতামূলক।

১৭। প্রত্যেক সদস্য কে এক জন নমিনি দিতে হবে।

১৮। কোনো সদস্য মারা গেলে সমিতি তাকে আর্থিক সহযোগিতা করবে।

১৯। যে কোনো সময়ে কোনো সদস্য হিসাব চাহিলে ক্যাশিয়ার প্রমাণ সহ হিসাব দিতে বাধ্য থাকিবে।

২০। সমিতির লেনদেন কমিটির সিদ্ধান্ত ছাড়া সম্পন্ন নিষেধ।

No comments

Theme images by Storman. Powered by Blogger.