যে জাতি নারী এবং মা'য়ের সম্মান করতে জানে না সে জাতি কোন দিন উন্নতি করতে পারে না - সোহেল তাজ

সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ উদ্বোধন কালে সোহেল তাজ বলেন "যে জাতি নারী এবং মা'য়ের সম্মান করতে জানে না সে জাতি কোন দিন উন্নতি করতে পারে না"

গত শনিবার কাপাসিয়ায় উদ্বোধন হয়েছে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ-এর উদ্বোধন। পূরণ হলো কাপাসিয়া  উপজেলার সাড়ে চার লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া ও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে, জনাব তানজীম আহমদ সোহেল তাজ (সাবেক এম.পি.ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) ও সভাপতি, বঙ্গতাজ কন্যা জনাবা সিমিন হোসেন রিমি।

No comments

Theme images by Storman. Powered by Blogger.