কাপাসিয়ার রায়েদ ইউনিয়নে ১০০ পরিবারকে ঈদ সামগ্রী দিল বিবাদিয়া গ্রামের যুব সমাজ

গাজীপুরের কাপাসিয়ায় দরিদ্র ও অসহায় ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদীয়া গ্রামের প্রধানবাড়ির যুব সমাজের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

কাপাসিয়া সমাজকল্যাণ সমিতি সিঙ্গাপুর প্রবাসী সমিতির সহ প্রচার সম্পাদক রুবেল প্রধান গাজীপুর প্রেসকে জানান, কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়ন, ৮ নং ওয়াড, বিবাদিয়া গ্রামের প্রধানবাড়ির যারা বিদেশে থাকেন বা চাকরি ও ব্যবসা করেন, তারা মিলে ঈদ সামগ্রী দিয়েছেন।


তদের মধ্যে ছিলেন গরিব অসহায় এবং পতিবন্ধী সবমিলে ১০০ জন। প্রধান বাড়ির যারা বিদেশে/চাকরি/ব্যবসা করে তারা একটি মেসেঞ্জার গ্রপের মাধ্যমে সবার সাথে যোগাযোগ মাএ ৮ দিনে ৪১৫০০ টাকা যোগার করে ঈদের সামগ্রিক বিতরণ করেতাক।

সে সময় উপস্থিত ছিলেন রায়েদ ইনিয়নের চেয়ারম্যন ও প্রধান বাড়ির যুবসমাজ ও মুরুব্বিগন।

বিবাদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রধানবাড়ির যুবক ও মুরব্বিরা উপস্থিত থেকে তা বিতরণ করেন।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি চিনি, দুই প্যাকেট সেমাই ও একটি সাবান।

তিনি আরও জানান, মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষাপটে তারা সহায়তা করেছেন। ভবিষ্যতেও চেষ্টা অব্যাহত থাকবে।

No comments

Theme images by Storman. Powered by Blogger.