সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ, কাপাসিয়া গাজীপুর

টোকে দেখার মত অনেক কিছুই আছে তার মধ্যে অন্যতম হলো আলৌকিক ভাবে মাটি ভেদ করে গড়ে উঠা সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ, কাপাসিয়া গাজীপুর।
এটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী মসজিদ।

লোকমুখে প্রচলিত আছে-
এই মসজিদ টি মুলত মানষের তেরী কোন মসজিদ না। এটি মাটির নিচ থেকে আল্লাহর কুদরতে গড়ে উঠেছে। মসজিদটির নাম লোকেরা বলে সুলতানপুর শাহী জামে মসজিদ আবার কেউ কেউ বলে গাইবী মসজিদ। (এই মসজিদটি মুঘল আমলের তৈরি কোন এক মসজিদ) কথিত আছে এই মসজিদে কোন মানত করলে তা অতি তাড়াতাড়ি সুফল পাউয়া যায়। এখানে প্রতি শুক্রবার ১০ থেকে ১৫ হাজার লোকের সমাগম ঘটে।

মানুষ খাশ নিয়ত করে এই মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে চায় যেন আল্লাহ তার মনের মকসুদ পুর্ন করেন। প্রতি শুক্রবার অনেক দুর দুরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে। মানত করে অনেকে টাকা পয়সা, মুরগী, ছাগল এমনকি গরু ও দান করে মসজিদে। এটা প্রথমে মাটির ছিল তারপর এলাকার লোকজন এমন কি যারার মসজিদে নামাজ পরতে আসে তাদের সাহায্যে ও সহযোগিতায় এখন এটি দুই তলা ভবন এবং একটি একতলা এতিম খানা মাদ্রাসা আছে।
অবশ্য বর্তমানে আধুনিকতার ছোয়ায় মসজিদটি হারিয়েছে তার শুরুর চেহারা ও মোঘল সৌন্দর্য্য।।
জুম্মা নামাজ ও দোয়ার পর মুসল্লিদের বিতরন করা হয় গজা মিষ্টি,আমিত্তি,শিন্নি।

কিভাবে যাওয়া যায়:
কাপাসিয়া থেকে বাসে করে প্রথমে টোকে বাজারে আসতে হয়। তারপর সেখান থেকে রিকশা অথবা টেম্পু করে এককিলোমিটার যেতে হয়।

No comments

Theme images by Storman. Powered by Blogger.