করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়া হবে কাপাসিয়ার মডিউল কমিউনিটি হাসপাতালে

কাপাসিয়া বাসি জন্য সুসংবাদ:

মডিউল কমিউনিটি হাসপাতালে, রায়েদে করোনা ভাইরাসের চিকিত্‍সা দেওয়া হবে বলে জানা গেছে এবং আজ প্রস্তুতি চলছে।

"কাপাসিয়ার মডিউল কমিউনিটি হাসপাতাল" যা রায়েদ গ্রামের দরগা বাজারে পাসে ডাক্তার রুহুল আমিন স্যার তার নিজ বাড়িতে তৈরি করেছেন। অনেক উন্নত মানের হাসপাতাল বানিয়েছেন তিনি এবং উদ্বোধনের অপেক্ষায় ছিলো।

এই সংকটাপন্ন সময় মাননীয় এম পি মহোদয়ের উদ্যোগে কাপাসিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং ডাক্তার রুহুল আমিন স্যারের সহায়তায় ও সার্বিক তত্ত্বাবধানে এই হাসপাতালটি তে (কোভিট 19)
করোনা ভাইরাসের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।

এবং সব কিছু ঠিক থাকলে ইনসাআল্লাহ আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে চিকিত্সা সেবা। ইতিমধ্যে ইউএনও স্যার এবং প্রশাসনের অন্য ব্যাক্তিবর্গ পরিদর্শন করে এসেছেন।

বিশেষ ভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য:
জনাব সিমিন হোসেন রিমি এম, পি,
ইসমত আরা স্যার (ইউএনও)
ডা: রুহুল আমিন স্যার।
আল্লাহ্ তায়ালা সকল কে মুক্ত করে দেন। আমিন।

নাম: মডিউল কমিউনিটি হাসপাতাল।
স্থান: দরগা বাজার রায়েদ।
প্রতিষ্ঠাতা: ডা রুহুল আমিন।

No comments

Theme images by Storman. Powered by Blogger.