কাপাসিয়ায় ৩০০০ পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠাচ্ছেন - সিমিন হোসেন রিমি

করোনা ভাইরাসের কারনে ভালো নেই পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশেও করোনার ছোবলে আক্রান্ত হয়েছে ৩ হাজারের বেশি মানুষ, মারা গেছে ১২০ জন। করোনা আক্রান্তের তালিকায় ঢাকা, নারায়নগঞ্জের পরের অবস্থানে গাজীপুর। গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কাপাসিয়া উপজেলায়।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের মাননীয় সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বর্তমান পরিস্থিতি অনুধাবন করে ইতিমধ্যে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে অসহায় দরিদ্র, খেটে খাওয়া মানুষের ঘরে ঘড়ে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। আবারো তিনি কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের তত্ত্বাবধানে ৩০০০ পরিবারের জন্য উপহার সামগ্রী প্রস্তুত করেছেন যা দু-একদিনের মধ্যে সকল ইউনিয়নে পৌঁছে দেয়া হবে।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে:

১. ১০ কেজি চাউল।
২. ১ লিটার সয়াবিন তেল।
৩. ২ কেজি আলু।
৪. ১ কেজি ডাউল।
৫. ১ কেজি পেঁয়াজ।
৬. ১টি সাবান।

এভাবেই বঙ্গতাজ কন্যা গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি নিজেকে প্রকাশ না করেই স্থানীয় নেতা কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন কাপাসিয়ার ঘরে ঘরে।

No comments

Theme images by Storman. Powered by Blogger.